স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাস্পিং শুরু হয়েছে। শনিবার রাজশাহী পোস্টাল একাডেমীতে এ ক্যাম্পিং উদ্বোধন করা হয়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে এ ক্যাম্পিং।
মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল সাজিদ ইমরান, পিএসসি গততাল প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে রাজশাহী ও রংপুর বিভাগের ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩০০ জন পুরুষ ও মহিলা ক্যাডেট অংশগ্রহণ করেছে । এছাড়াও একজন সেনাবাহিনী অফিসার, চারজন বিএনসিসিও, ২১ জন প্রফেসর আন্ডার অফিসার (পিইউও), ৬ জন টিচার আন্ডার অফিসার অংশগ্রহণ করেছেন।
প্রশিক্ষণে ক্যাডেটদের মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি সমাজ সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া ক্যাডেটদের মনোদৌহিক বিকাশের লক্ষে বিভিন্ন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আরবিসি/২১ জানুয়ারি/ রোজি