আরবিসি ডেস্ক : খুলনার রাস্তায় ঘুরতে থাকা সেই মেয়েটির সন্ধান পেয়েছে পরিবার। তার নাম ঈশিতা। শুক্রবার (২০ জানুয়ারি) তার পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রহণ করেন।
গত দুইদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত এক কিশোরী ঈশিতার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সে খুলনার শহরে ঘোরাঘুরি করছিলেন। পরে রাতে কয়েকজন স্বেচ্ছাসেবী মেয়েটিকে রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফেসবুকের মাধ্যমে তার পরিবারের সদস্যরা খোঁজ পেয়ে মেয়েটিকে তাদের জিম্মায় নেন।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে ওই মেয়েটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীরা রূপসা থেকে নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যায়। ফেসবুকের মাধ্যমেই ওই কিশোরীর বাবা-মা ও বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে সংগঠনটি।
জানা যায়, গত ১৬ জানুয়ারি গাজীপুরের নিজ বাসা থেকে বের হয়ে যায় ওই কিশোরী। তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঈশিতার বাড়ি গাজীপুরের শ্রীনগরে।
মেয়েটির মা-বাবা জানান, হঠাৎ করে তারা ঈশিতাকে হারিয়ে ফেলেন। পরে মেয়ের খোঁজ করতে থাকেন তারা। তবে কেনো ঈশিতা ঘর ছেড়েছিল তা কিছুই জানেন না তারা।
আরবিসি/২০ জানুয়ারি/ রোজি