• সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দিতে হবে রাজশাহীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পদ্মা নদী সুরক্ষা ও দেশজুড়ে নৌ পথ চালুর দাবিতে ইয়্যাসের স্বারকলিপি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো দৃশ্যমান হবে : ভাইস চ্যান্সেলর ডা. জাওয়াদুল হক কোর্ট হড়গ্রাম কাঁচা বাজারে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু   ঢাকা বোট ক্লাবের নব-নির্বাচিত সদস্য খন্দকার হাসান কবিরকে রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের শুভেচ্ছা তানোরে স্থানীয়দের তৎপরতায় জলাশয় ভরাটের মাটি ফেলা বন্ধ রাজশাহীতে কসমিকা ডিসট্রিবিউশন অফিসে দূর্ধর্ষ ডাকাতি

রাজশাহীতে পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতারণার মামলা

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার রাজশাহীর মানবপাচার ট্রাইব্যুনালে এ মামলা করেন ভুক্তভোগী আবু তালেব মুন্না।
এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুস সবুর খান। ভুক্তভোগী আবু তালেব রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আবদুল করিম। তিনি সরদহে বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। চাঁপাইনবাবগঞ্জের বারোঘোরিয়া এলাকায় তাঁর বাড়ি। অপরজন হলেন—পুলিশ সদস্য আবদুল করিমের সহযোগী মমিন আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী আব্দুস সবুর খান বলেন, ‘২০২০ সালে কারারক্ষী পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে আবু তালেবের কাছ থেকে ১৪ লাখ টাকা নেন পুলিশ সদস্য আবদুল করিম। তবে তিনি চাকরি পাইয়ে দিতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে তিনি কৌশলে আদম ব্যাপারীর মাধ্যমে আবু তালেবকে দুবাই পাঠিয়ে দেন।’

সবুর খান আরও বলেন, ‘গত বছরের নভেম্বর মাসে দুবাইয়ে গিয়ে আবু তালেব পড়েন মমিন আলীর খপ্পরে। তাঁকে সেখানে আটকে রাখা হয়। টানা ৩৮ দিন বন্দী থাকার পর আরও ৫ লাখ টাকা দিয়ে মেলে মুক্তি। এরপর গত ৩০ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন।’

আইনজীবী আব্দুস সবুর বলেন, ‘আদালত আবু তালেবের অভিযোগ আমলে নিয়েছেন। মামলাটি তদন্তের জন্য চারঘাট থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।’

এ অভিযোগের বিষয়ে জানতে পুলিশ একাডেমিতে কর্মরত আবদুল করিমের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায় নি।

আরবিসি/১৮ জানুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category