• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

গাজীপুরে দুই বাসে অগ্নিসংযোগ

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

আরবিসি ডেস্ক :

গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।  ওই সময় সড়ক দুর্ঘটনায় নানী-নাতি আহত হওয়ার জেরে উত্তেজিত জনতা বাস দুটিতে আগুন লাগিয়ে দেয়।  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় নাতিকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল নানী।

এ সময় ঢাকাগামী দ্রুতগতির অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় উত্তেজিত জনতা ওই বাসসহ দুটি অনাবিল পরিবহনের বাস আটক করে অগ্নিসংযোগ করে। এছাড়া মহাসড়কে অবস্থান নিয়ে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে।

এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। তবে মহাসড়কে যানজট ও যানবাহন এলোমেলো থাকার কারণে ঘটনাস্থলে যেতে বিঘ্ন হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category