• সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দিতে হবে রাজশাহীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পদ্মা নদী সুরক্ষা ও দেশজুড়ে নৌ পথ চালুর দাবিতে ইয়্যাসের স্বারকলিপি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো দৃশ্যমান হবে : ভাইস চ্যান্সেলর ডা. জাওয়াদুল হক কোর্ট হড়গ্রাম কাঁচা বাজারে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু   ঢাকা বোট ক্লাবের নব-নির্বাচিত সদস্য খন্দকার হাসান কবিরকে রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের শুভেচ্ছা তানোরে স্থানীয়দের তৎপরতায় জলাশয় ভরাটের মাটি ফেলা বন্ধ রাজশাহীতে কসমিকা ডিসট্রিবিউশন অফিসে দূর্ধর্ষ ডাকাতি

বাইসাইকেল পেল বাগমারার ৯৯ কিশোরী

Reporter Name / ১০৫ Time View
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার : টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে ইএএলজি প্রকল্পের আওতায় বাগমারা উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের ৯৯ কিশোরীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজশাহী জেলা প্রশাসকের সহধর্মিণী তাহমিনা রহমান শিশির।

‘ইএএলজি প্রকল্পের সুফলে নাগরিকের দুয়ারে জনপ্রতিনিধি’ উল্লেখ্য পূর্বক প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা রহমান শিশির বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে জবাবদিহি বাড়াতে হবে। ‘জবাবদিহিতা নিশ্চিত করলে স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে’। সেই লক্ষ্যে রাজশাহীতে স্থানীয় সরকারের ইএএলজি প্রকল্প ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সফলতার সঙ্গে কাজ করছে। এই প্রকল্প ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ, নারী ও শিশুবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে কারিগরি সহায়তা প্রদান করছে। ফলে ইউনিয়ন পরিষদগুলো এখন মানুষের কাছে জনবান্ধব সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এসময় প্রধান অতিথি আরো বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষে ইএএলজি প্রকল্পের আওতায় বাগমারা উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র ও মেধাবী ৯৯ জন কিশোরীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এই সাইকেল স্কুলে যাওয়ার রাস্তা কমিয়ে দেয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করবে। এতে তারা উপকৃত হবেন এবং ভবিষ্যৎ চলার পথ শুভ হবে।

জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহানা আখতার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, পুরুষ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মমতাজ আক্তার বেবী, উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম আবু সুফিয়ান।
উক্ত অনুষ্ঠানে ইএএলজি প্রকল্পের কার্যক্রমের অগ্ৰগতি উপস্থাপন করেন রাজশাহীর ডিএফ আবু হেনা মস্তফা কামাল।

ইএএলজি প্রকল্পের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহানা আখতার জাহান বলেন, রাজশাহী জেলার ৩০টি ইউনিয়ন ও দুইটি উপজেলা পরিষদকে ইএএলজি প্রকল্পের আওতায় আনা হয়েছে। ইএএলজি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, গণশুনানিসহ বেশ কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এর মাধ্যমে নির্বাচনের পরে প্রত্যেক জনপ্রতিনিধি তার ভোটারের কাছে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে দুটি করে ওয়ার্ড সভা করে থাকি। তাতে অন্তত ২ থেকে ৫ শতাধিক মানুষ উপস্থিত থাকে। সভায় জনগণের চাহিদা অনুযায়ী পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য কর্মকাণ্ড বাস্তবায়ন করি। নাগরিকদের অভিযোগের জবাব সামনা-সামনি দিতে পারছি। ফলে কোনও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তার ভোটারদের থেকে দূরে চলে যাবে সেই সুযোগ নেই। এছাড়া মানুষ নাগরিকের চাহিদা অনুযায়ী রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত করা, দারিদ্র্য রোধ, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, কৃষকের চাহিদা ও কৃষি খাতের উন্নয়নসহ নানা বিষয়ের উন্নয়ন ঘটানো যাচ্ছে। উল্লেখ্য, ইএএলজি প্রকল্পের আওতায় বাগমারা উপজেলার পরিষদ ও নারী উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের ৯৯ জন কিশোরী সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আরবিসি/২৮ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category