• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

রাজশাহীতে টিকিটসহ কালোবাজারী গ্রেফতার

Reporter Name / ৮২ Time View
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলস্টশনে দুই ট্রেনের ৬টি টিকিটসহ কালোবাজারী হাবিবুর রহমানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। টিকিটগুলো ধুমকেতু ও পদ্মা এক্সেপ্রেস ট্রেনের। এই ৬টি টিকিটের আসন সংখ্যা সাতটি। তবে বেশিরভাগ টিকিট ধুমকেতু এক্সেপ্রেস ট্রেনের বলে পুলিশ জানায়। সোমাবার সন্ধ্যা সাড়ে সাতটায় টিকিট বিক্রির সময় হাতেনাতে হাবিবুরকে গ্রেফতার করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত হাবিবুর রহমান রাজশাহী নগরীর শিরোইল কলোনীর আবদুল হাকিম সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এএসআই উজ্জ্বল আলী জানান, তিনি চিহ্নিত টিকিট কালোবাজারী। তাকে দীর্ঘদিন থেকে নজরদারিতায় রাখা হয়েছিল। সোমবার সন্ধ্যায় তাকে রেলওয়ের ওভারব্রিজের কাজে জসিম উদ্দিন নামের এক ব্যক্তির কাছে টিকিট বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে ৬টি টিকিট উদ্ধার করা হয়। এই ৬টি টিকিটে সাত আসন আছে। এছাড়া জসিম উদ্দিন হাবিবুরের থেকে চারটি টিকিট কেনার কথা জানায়। আর বাকি টিকিগুলো তার কাছে ছিল। হাবিবুরকে তল্লাশি করে এই টিকিটগুলোও উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে হাবিবুর ও টিকিট ক্রেতা জসিম উদ্দিন পুলিশকে জানান, টিকিটের মূল্য ৩৪০ টাকা। কিন্তু কালোবাজারী হাবিবুর ক্রেতা জসিমের থেকে একটি টিকিটের দাম নিচ্ছেন ৬৫০ টাকা। তাহলে একটি টিকিটের জন্য ৩১০ টাকা বেশি নিচ্ছেন হাবিবুর। গ্রেফতারকৃত হাবিবুরকে রাজশাহী রেলওয়ে জিআরপি থাকায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরবিসি/২৬ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category