স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো ইয়ুথ ক্যাম্প। রবিবার সকাল ১০ টায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম রাজশাহী ইয়ুথ ক্যাম্পের আয়োজন করে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্র সমাজসহ অন্যান্য বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা অংশ নেন। ইয়ুথ ক্যাম্পে ওয়েব সাইটের ব্যবহার করে তরুণরা কিভাবে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে পারে তা তুলে ধরা হয়।
ইয়ুথ ক্যাম্পে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবির প্রফেসর ড. এম. গোলাম আরিফ ও সাবেক এমপি আবুল হোসেন। এছাড়ার রাজশাহী মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, সহ-সভাপতি গোলাম মোস্তফা মামুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার মিতা, সহ-সাংগঠনিক সম্পাদক রোকসানা মেহেবুব চপলা, তাজমুলতান টুটুল ও সিফাত জেরিন তুলি,কোষাধক্ষ-সামসুনন্নাহার মুক্তি, নির্বাহী সদস্য রোকসানা বেগম টুকটুকি, সকিনা খাতুন দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেনসহ প্রায় ৯৫ জন উপস্থিত ছিলেন।
এছাড়া ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক আসমা আকতার, প্রোগ্রাম সহকারী রায়হান আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৮তম ব্যাচের ফেলো- মারুফা খাতুন সোনিয়া ও এমদাদুল হক লিমন।
আরবিসি/১৯ ডিসেম্বর/ রোজি