• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

বিপিএল ফুটবলের ১০টি ম্যাচ হবে রাজশাহী ভেন্যুতে

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ২০২২-২৩ আসরের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আগামী ২৩ ডিসেম্বর থেকে খেলাগুলো মাঠে গড়াবে।

ফর্টিস এফসি লিমিটেডের হোম গ্রাউন্ড হিসেবে এখানে খেলা হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো। এরমধ্যে ১১টি দলের ১০টি খেলা হবে রাজশাহীতে। বাফুফে রাজশাহীর স্থানীয় আয়োজক হিসেবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিয়েছে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা এতে সহযোগিতা করছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য দিয়েছেন। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন টুর্নামেন্টের রাজশাহীর প্রেস ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক ক্রীড়া সংগঠক জিয়া হাসান আজাদ হিমেল।

তিনি জানান, এবার দ্বিতীয় বছরের মতো বিপিএল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হতে হচ্ছে রাজশাহীর ভেন্যুতে। এর আগে গতবছরও সফলভাবে এখানে আয়োজন সম্পন্ন হয়েছিল। ফর্টিস এফসি লিমিটেড এবার এই মাঠকে তাদের হোম গ্রাউন্ড ঘোষণা করার কারণে এবারও এখানে খেলা হবে। বসুন্ধরা কিংস শেখ রাসেলসহ ১১টি দল ১০টি ম্যাচ খেলতে রাজশাহী আসবে। প্রত্যেক দলেই ইউরোপের বিভিন্ন দেশের খেলোয়াড় থাকবেন। আগামী ২৩ ডিসেম্বর ফর্টিস এফসি ও বসুন্ধরা কিংসের প্রথম খেলা মাঠে গড়াবে। দুপুর আড়াইটায় এই খেলা শুরু হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরবিসি/১৭ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category