• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
রাবির ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনের নানা মেয়াদে শাস্তি রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

Reporter Name / ১৫৪ Time View
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

আরবিসি ডেস্ক:  কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা। ৩-০ গোলে ক্রোয়েটদের বিদায় করে পঞ্চমবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলে আর্জেন্টিনা। 

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা।  ৩-০ গোলে ক্রোয়েটদের বিদায় করে পঞ্চমবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলে আর্জেন্টিনা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ৩২ বছরের বিশ্বকাপ খরা ঘোচাতে আগের ম্যাচের ৩-৫-২ ফরমেশন থেকে সরে এসে ৪-৪-২ ফরমেশন বেছে নেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

শুরু থেকেই আক্রমণত্মক খেলা শুরু করে ক্রোয়েটরা। প্রথম দিকে করে ফেলেন দুই ফাউল। পাসও তারাই বেশি দেন মেসিদের থেকে। তবে নিজেদের ডিফেন্স শক্তই রাখে আর্জেন্টিনা।

আস্তে ধীরে খেললেও লক্ষ্য ঠিক ছিল মেসিদের। বল নিয়ে ছুটছেন হুলিয়ান আলভারেজ।  ডি-বক্সের বাইরে এসে বল সেভ করতে যান ক্রোয়েট গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ।  তার সঙ্গে যুক্ত হন মাতেও কোভাসি। এতেই আঘাত পেয়ে পড়ে যান আলভারেজ।

রেফারি খেলা থামিয়ে দুই ক্রোয়েটকেই হলুদ কার্ড দেখান। পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৩৪ মিনিটে গোল করেন মেসি। এতেই আর্জেন্টিনার জার্সিতে সব থেকে বেশি গোলের মালিক এ জাদুকর।

গত ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার শীর্ষ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে নাম লেখান মেসি।  তবে আজ পেনাল্টিতে গোল করে তাকেও ছাড়িয়ে গেলেন।

এর ঠিক ৪ মিনিট পর বল নিয়ে একাই ছুটছেন আলভারেজ।  তার যে একটা গোল চাইই চাই।

ক্রোয়েটদের নড়বড়ে রক্ষণের সুযোগ নেন প্রথম গোলের কুশীলব অ্যালভারেজ।

মেসি মাঠের মধ্যরেখার কাছ থেকে বল বাড়িয়ে দেন তাকে। সেই থেকে টেনে নিয়ে ক্রোয়েশিয়ার রক্ষণ ভাঙেন তিনি, গোলরক্ষকের কাছে গিয়ে চতুর ফিনিশে করেন চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটা।

তাতেই আকাশি-সাদারা এগিয়ে যায় দুই গোলে। আর্জেন্টিনার গোল বার পর্যন্ত পৌছাতেই পারছিল না ক্রোয়েটরা। এভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

এরপর ও আগের মতই খেলতে থাকে আকাশি-সাদারা। আক্রমণের পর আক্রমণ। তার ফল ও পাওয়া যায় ৬৯ মিনিটে। মেসির পাসে ফের গোল পান আলভারেজ।  চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটা করে ফেলেন। ৩-০ গোলে এগিয়ে যায় স্কোলিনের শিষ্যরা।

তবে এখানেও রেকর্ড গড়ে ফেললেন মেসি। আর্জেন্টিনা আইকন দিয়েগো ম্যারাডোনা আন্তর্জাতিক শীর্ষ প্রতিযোগিতায় ২১ ম্যাচ খেলে ৮ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট করা আর্জেন্টাইন ফুটবলার ছিলেন ম্যারাডোনা।  কিন্তু আজ সতীর্থ আলভারেজকে দিয়ে গোল করিয়ে বিশ্বজয়ী অধিনায়ককেও ছুঁয়ে ফেললেন মেসি।

আজকের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে অ্যাসিস্ট করে অ্যাসিস্টের দিক দিয়ে মেসি প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে চারটি ভিন্ন ম্যাচে এই কীর্তি গড়লেন।

এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে মলিনাকে দিয়ে গোল করিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট রাউন্ডে পাঁচটি অ্যাসিস্টের মালিক হন মেসি, ছাড়িয়ে যান পেলেকে।

৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। চলতে থাকে মেসিদের আক্রমণ। তবে এবার ক্রোয়েটার’ চেষ্টা করতে থাকে। তবে ভাগ্য তাদের পক্ষে ছিল না। একটি গোলের ও দেখা পেল না ক্রোয়েশিয়া। ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালের উঠে গেল আর্জেন্টিনা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের প্রতিশোধ ও নিয়ে নিল মেসিরা। গতবার ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোল হেরেছিল মেসিরা।

আরবিসি /১৪ ডিসেম্বর / রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category