• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

ভারতের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

আরবিসি ডেস্ক : সিরিজ জয়ের ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জয় পায় বাংলাদেশ। জবাবে আজ ছিল ভারতকে হোয়াইট ওয়াশ করার মিশন।

টস জিতে প্রথমে ব্যাট করার জন্য আজ ভারতে আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক। দলীয় ১৫ রানে প্রতম উইকেট হারানোর পর ক্রিজে যেনো দেওয়াল গড়ে তুলে ভারতের ব্যাটাররা। চুম্বকের মতো দাঁড়িয়ে রানের পাহাড় গড়তে থাকে ইশান কিশান ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ৩০৫ রানে। ১০টি ছয় ও ২৪টি চারের সাহায্যে ১৩১ বলে ২১০ রান তাসকিনের বলে ক্যাচ আউট হন ইশান।

ইশান আউট হওয়ার পর একে একে পড়তে থাকে ভারতের উইকেট। কিন্তু সচল থাকে রানের চাকাও। বিরাট কোহলি করেন করেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ১১৩ রান। ফলে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪০৯ রান।

৪১০ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই চাপে থাকে মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে প্রথম দুই ম্যাচ জয়ী বাংলাদেশ। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট পড়ার পর কোনো ব্যাটারই যেনো ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন সাকিব আল হাসান। ফলে ৩৪ ওভারে ১৮২ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। জাবাবে ২২৭ রানে পরাজয়ের স্বাদ পায় টাইগাররা।

খেলা শেষে বাংলাদেশ দলের হাতে তুলে দেওয়া হয় সিরিজ জয়ের ট্রফি। প্লেয়ার অব দ্যা সিরিজ নির্বাচিত হন মেহেদী হাসান মিরাজ। এছাড়া প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারতের ইশান কিশান।

আরবিসি/১০ ডিসেম্বর/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category