আরবিসি ডেস্ক : ইনজুরি কাটিয়ে ফিরলেন, গোল করলেন, গড়লেন রেকর্ডও। নেইমার জুনিয়র নাম লেখালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ও পেলের সঙ্গে। সেলেসাওদের জার্সিতে এই নিয়ে তিনটি বিশ্বকাপে গোল করার কীর্তি অর্জন করেছেন পিএসজির এই ফরোয়ার্ড।
আজ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দারুণ শুরু করার পর প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। তার মধ্যে দ্বিতীয় গোলটিই আসে নেইমারের পা থেকে। দশম মিনিটে বক্সে রিচার্লিসন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। সফল স্পট কিকে দক্ষিণ কোরিয়ার জাল খুঁজে নিতে ভুল করেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।
এই গোলেই নেইমার নাম লিখিয়েছেন রোনালদো নাজারিও ও পেলের সঙ্গে। ব্রাজিলের জার্সিতে চার বিশ্বকাপে গোল করার রেকর্ড রয়েছে পেলের। রোনালদো করেছেন তিন বিশ্বকাপে। ২০১৪ ও ২০১৮ আসরের পর ২০২২ আসরে গোল করে এবার নেইমার ছুঁলেন ব্রাজিলিয়ান ফেনমেননকে।
আরবিসি/০৬ ডিসেম্বর/ রোজি