আরবিসি ডেস্ক : দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৫১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।
তিনি জানান, এ মাসে এলপি গ্যাসের দাম কেজি প্রতি ৩ টাকা ৮৩ পয়সা করে বাড়ানো হয়েছে। ফলে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম বাড়ল ৪৬ টাকা।
গত মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়ানো হয়েছিল। তখন ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৫১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম বাড়ানো বা কমানো হয়।
আরবিসি/০৪ ডিসেম্বর/ রোজি