• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

বগুড়া থেকে বাইকের বহর নিয়ে বিএনপি নেতাকর্মীদের শোডাউন

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার : কয়েক হাজার মোটরসাইকেলের বহর নিয়ে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রাজশাহী এসছেন বগুড়ার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার দিনভর দফায় দফায় বিশাল মোটরসাইকেলর বহর রাজশাহীতে প্রবেশ করে তারা।

এছাড়া সকলে নওগাঁর মান্দা এলাকা থেকে মোটরসাইকেলের বহর নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা রাজশাহী আসে। বগুড়া ও পাবনা থেকে বিশাল মোটরসাইকেলের বহর রাজশাহী শহরে প্রবেশ করে বিকেলে। রওনা হওয়া বহরটিতে প্রায় কয়েক হাজার মোটরসাইকেল রয়েছে বলে দাবি করেছেন নেতারা। তবে পথে পথে তল্লাশির নামে পুলিশের বাধা ও মাঝপথ থেকে বহরটিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন তাঁরা।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু করেছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি। শুক্রবার ছিলো ধর্মঘটের দ্বিতীয় দিন।

বিএনপি নেতাদের অভিযোগ, শনিবার রাজশাহীর গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই ধর্মঘট ডাকা হয়েছে। এখন নেতাকর্মীদের স্রোত আটকাতে গাড়ি শূন্য মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে পথে পথে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে পরিবহন নেতারা বলছেন, এটি তাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই ধর্মঘট ডাকা হয়েছে। এর সঙ্গে বিএনপির গণসমাবেশের সম্পর্ক নেই।

বগুড়া জেলা ছাত্রদল-যুবদলের নেতারা অভিযোগ করেন, আজ সকাল ১০টায় বগুড়া থেকে মোটরসাইকেলের বহর নিয়ে তাঁরা রওনা দেন। বগুড়া শহরের চারমাথা সেঞ্চুরি মোটেলের সামনে পুলিশ বহরটিকে আটকে দেয়। প্রথমে থামতে না চাইলে পুলিশ মারমুখী হয়ে কয়েকজন চালককে লাঠিপেটা করে। ভাঙচুর করে ছয়-সাতটি মোটরসাইকেল। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের তর্কযুদ্ধ বাধে। শেষে কাগজপত্র তল্লাশির নামে ১৫-২০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। জব্দ করা হয় মোটরসাইকেল। বাকি মোটরসাইকেল চারমাথা অতিক্রম করতে পারলেও পথে পথে পুলিশের তল্লাশিচৌকির মুখে পড়তে হয় নেতা-কর্মীদের।
বগুড়া সদর ট্রাফিকের পরিদর্শক (প্রশাসন) মাহবুবর রহমান বলেন, কাউকে হয়রানি উদ্দেশ্যে নয়; নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই তল্লাশিচৌকি বসানো হয়েছে। সেখানে কে কোন দল করে, সেটা দেখার বিষয় নয়। যেসব মোটরসাইকেলের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, শুধু সেসব মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অন্যদের কাগজপত্র তল্লাশি করে ছেড়ে দেওয়া হয়েছে। ওই বহরের ১৪-১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দ করা হয়েছে।

মোটরসাইকেলবহরে নেতৃত্ব দেওয়া বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, বহরে প্রথমে ১ হাজার ৮০০ মোটরসাইকেল যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু চারমাথায় জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা পুলিশ আগে থেকেই বহর আটকে দেওয়ার জন্য অবস্থান নেয়। নেতাকর্মীরাও গ্রামীণ সড়ক দিয়ে বিকল্প পথে খণ্ড খণ্ড বহর নিয়ে রাজশাহী পৌঁছার কৌশল নিয়েছেন। মোটরসাইকেল বহর নিয়ে তারা রাজশাহী শহরেও শোডাউন দিয়েছে।

আরবিসি/০২ ডিসেম্বর/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category