• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

ষড়যন্ত্র করে গণসমাবেশ ঠেকানো যাবে না: মিনু

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার : ষড়যন্ত্র করে রাজশাহীতে গণসমাবেশ ঠেকানো যাবে না বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক আগামী ৩ ডিসেম্বরের গণসমাবেশ সফল হবেই এবং রাজশাহীতে জনস্রোত নামবে।

রাজশাহীর গণসমাবেশ উপলক্ষে শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর ফুলতলা মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে বিএনপির গণসমাবেশ গণজোয়ারে পরিণত হবে। আর সে অবস্থা আন্দাজ করেই এখন সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তাই প্রতিদিনই বিভাগের সবি জেলা, থানা ও উপজেলাসহ তৃণমূল পর্যায়ের নেতাদের নামে নতুন করে হয়রানিমূলক মামলা দিয়ে আটক করে কারাগারে পাঠাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা।

সভায় সভাপতিত্ব করেন ১৭নং ওয়ার্ড বিএনপি’র সমন্বয়ক আহ্বায়ক বেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ।

আরবিসি/২৬ নভেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category