• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

নওগাঁয় আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

আরবিসি ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগের অফিসের অপরদিকে বুলবুল সিনেমা হলের সামনে থাকা স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলেসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে টার্গেট করে পরপর তিনটি হাত বোমার (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেনো হয়েছে।

তবে বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অফিসে পাশে (অপরদিকে) বুলবুল সিনেমা হলের সামনে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্যে ছলিম উদ্দিন তরফদার সেলিমের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য সাকলাইন মাহমুদ রকি সন্ধ্যায় সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলসহ স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে ঘটনাস্থলে মতবিনিময় করছিলেন।

এ সময় হেলমেট পড়ে দুটি মোটরসাইকেলে কয়েকজন সেখানে এসেই তাদের উদ্দেশ্য করে তিনটি হাত বোমা নিক্ষেপ করে। তবে ভাগ্যক্রমে ককটেলগুলো পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ফলে এতে কেউ হতাহত হয়নি।

এ দিকে ঘটনার পরপরই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করলে একপর্যায়ে তারা অবরোধ তুলে নেন ।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুলবুল সিনেমা হলের সামনে স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলে রকি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত কয়েকজন এসে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হননি।

ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ইতোমধ্যেই পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরবিসি/২২ নভেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category