মান্দা প্রতিনিধি: পাইকড় গাছটির বয়স দুইশ বছরের ওপরে। বছরখানের আগে এর ডালপাড়া মরতে শুরু করে। বর্তমানে পুরো গাছটিই মরে গেছে। ডালপালায় ধরেছে ফাটল। এরই মধ্যে মরা একটি ডাল ভেঙে পড়ে সাইদুর রহমান (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
নওগাঁর মান্দা উপজেলার চকগৌরী হাটের ভেতরে কালিকাপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে গাছটির অবস্থান। এর তিন পাশে রয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। গাছের নিচ দিয়ে রয়েছে চলাচলের একটি রাস্তা। এ রাস্তা দিয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনসাধারণ চলাচল করেন।
স্থানীয়দের আশঙ্কা যেকোনো মুহুর্তে গাছটি ভেঙে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় গাছটি নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে তাঁদের। অবিলম্বে গাছটি অপসারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা।
কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসীন আলী জানান, কবে গাছটির জন্ম হয়েছে তা সঠিকভাবে বলতে পারেন না এলাকার লোকজন। গাছটির বয়স দুইশ বছরের ওপরে হবে বলে জনশ্রুতি রয়েছে। বর্তমান এটি মরে গিয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে জরুরী ভিত্তিতে গাছটি অপসারণ করা প্রয়োজন।
চকগৌরী হাটের কীটনাশক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, গাছটি মরে যাওয়ায় এর বড়বড় ডালপালায় ফাটল ধরেছে। যেকোনো সময় মরা ডাল ভেঙে দিয়ে প্রাণহানী ঘটতে পারে। এসব জেনেও চরম ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হচ্ছে।
হাটচকগৌরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা রানী সরকার বলেন, গাছটির সামান্য দুরেই বিদ্যালয়ের অবস্থান। বিদ্যালয়ের শিক্ষার্থী টিফিন ও ক্লাসের ফাঁকে বিভিন্ন প্রয়োজনে গাছের নিচের দোকানগুলোতে কেনাকাটা করতে যায়। এছাড়া গাছের নিচের রাস্তা দিয়ে অনেক শিক্ষার্থী যাওয়া-আসা করে। তাই বিদ্যালয় চলাকালিন চরম টেনশনে থাকতে হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, গাছটি চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় আজ বুধবার প্রকাশ্য ডাকের মাধ্যমে ২৬ হাজার ২৫০ টাকায় নিলাম দেওয়া হয়েছে। জরুরী ভিত্তিতে গাছটি সরিয়ে নেওয়ার জন্য নিলাম গ্রহিতাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরবিসি/০৯ নভেম্বর/ রোজি