স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর পরিচালনায় উপস্থিত ছিলেন মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান উপদেষ্টা বলেন, উপজেলার প্রত্যন্ত এলাকার উন্নয়ন বিষয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সজাগ হতে হবে। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকা একান্ত প্রয়োজন। সমন্বয় হীনতা থাকলে গ্রামীণ উন্নয়ন সঠিক ভাবে সম্ভব হবে না। জনপ্রতিনিধিগণ সরাসরি জনগণের সেবা এবং উন্নয়নের সাথে জড়িত। প্রতিটি মাসিক সমন্বয় সভায় সকল সদস্যের উপস্থিত থাকা জরুরী বলে তিনি মন্তব্য করেন।
উপজেলার প্রতিটি প্রকল্প সঠিক ভাবে বাস্তবায়ন হতে হবে। সে ব্যাপারে সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের প্রতি তিনি দিক নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন বিলে পুকুর খনন ও খননের বহনরত জমিচাষে ব্যবহৃত ট্রাক্টর রাস্তায় চলাচলে সড়ক নষ্ট হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। একই ভাবে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের যানজট ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেন। সেই সাথে স্ব-স্ব দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম সমূহ যথা সময়ে সম্পাদনের জন্য সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বাগমারা থানার ওসি (তদন্ত) তৌহিদুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, চেয়ারম্যান লুৎফর রহমান, আলমগীর সরকার, আনোয়ার হোসেন প্রমুখ। সভায় ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান এবং মাসিক সমন্বয় সভার সস্যবৃন্দ।
আরবিসি/০৭ নভেম্বর/ রোজি