রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে বিভিন্ন ইউনিটে আসন ফাঁকা থাকায় ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
তিনি বলেন, বিভিন্ন ইউনিটে বেশকিছু আসন ফাঁকা থাকায় ভর্তির সময়সীমা বাড়িয়ে ২৪ নভেম্বর করা হয়েছে। আমরা আশা করছি, এই সময়ের মধ্যে ফাঁকা থাকা আসনগুলো পূর্ণ হবে।
জানা যায়, এ বছর তিনটি ইউনিটে ৪ হাজার ৬৪৬ সিটের বিপরীতে ভর্তি পরীক্ষা দেন দেড় লক্ষাধিক শিক্ষার্থী। ভর্তি কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর। আসন ফাঁকা থাকায় সর্বশেষ ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় ভর্তি কার্যক্রম ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। এখনও ‘এ’ ইউনিটে প্রায় ৩০ ও ‘সি’ ইউনিটে প্রায় ৪০টি আসন ফাঁকা থাকায় পুনরায় ভর্তির সময়সীমা বাড়ানো হল।
আরবিসি/০৭ নভেম্বর/ রোজি