আরবিসি ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন মারা গেছেন। শনিবার ( ৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এই জানা যায়। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ১৬৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৮৮ জন। এর মধ্যে ৩৭৪ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪১৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৭৩৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন দুই হাজার ২৫৪ জন। আর বাকি এক হাজার ৪৮৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪২ হাজার ১৯৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩৮ হাজার ২৯৫ জন।
আরবিসি/০৫ নভেম্বর/ রোজি