• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

জেল হত্যা দিবসে রাসিকের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার : আজ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টা ১৫ মিনিটে নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা। কালোব্যাজ ধারণ এবং নগর ভবন থেকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধী পর্যন্ত শোক র‌্যালি ও মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত।

সকাল সাড়ে ৯টায় শহীদ এএইচএম কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে মাজার চত্বরে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম ও দোয়া। সকাল ১১টায় সিটি হাসপাতালে রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপন কর্মসূচি এবং মাক্স বিতরণ, বাদ জোহর সোনাদিঘী জামে মসজিদ ও ওয়াক্তিয়া মসজিদ নগর ভবনসহ সকল ওয়ার্ডের মসজিদে বিশেষ মোনাজাত, সুবিধাজনক সময়ে স্ব স্ব উপাসনালয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা, বাদ জোহর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে নগর ভবনে ড্রপ ডাউন ও স্ট্যান্ড ব্যানার প্রদর্শন, নগরীর ৩টি গুরুত্বপূর্ণ স্থানে ওভারহেড ব্যানার প্রদর্শন, সকল ওয়ার্ড কার্যালয়ে ব্যানার প্রদর্শন, কালো পতাকা উত্তোলন, ৫টি স্থানে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের বর্ণাঢ্য জীবনীর উপর প্রামান্যচিত্র প্রদর্শন, সকল ওয়ার্ডে মাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের ভাষণ প্রচার। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগও পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

আরবিসি/০২নভেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category