আরবিসি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইরানের ইমাম খোমেনির মতো, খোমেনি স্টাইলে হাওয়া ভবনের যুবরাজকে দেশে নিয়ে আসবেন? আগামী ১০ ডিসেম্বর বিজয় মিছিল করে আপনারা ক্ষমতার বন্দরে যাবেন? হায়রে কত দুঃস্বপ্ন! হায়রে স্বপ্ন, স্বপ্নরে স্বপ্ন। স্বপ্ন নয়, খোয়াব! রঙিন খোয়াব! এই খোয়াব অচিরেই কর্পূরের মতো উবে যাবে।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন কাকে নেতা বানাবেন? হাওয়া ভবনের যুবরাজ এখন কীভাবে বীরের বেশে দেশে আসবে? প্রকাশ্যে মুচলেকা দিয়ে যে ব্যক্তি বিদেশে পালিয়েছে, তাকে দেশের মানুষ মেনে নেবে? নামটি শুনলেই মানুষ ভয় পায়, আতঙ্কে শিউরে ওঠে। এই নামের বীরত্ব দেখিয়ে দেশবাসীকে আর বিভ্রান্ত করবেন না।
জাসদের সমাবেশে উপস্থিত ১৪ দলের নেতাদের তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ভুল-ত্রুটি আপনাদের আছে, আমরাও অভ্রান্ত না। কিন্তু বাঙলির অস্তিত্বের প্রশ্নে আমাদের এক থাকতে হবে। যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তারা আবারও ক্ষমতায় আসবে? যারা সহস্র মায়ের বুক ভেঙে ফেলেছে, শত শত নারীর বুক খালি করেছে, শত শত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, যারা ১৫ আগস্ট, ২১ আগস্ট ঘটিয়েছে, তারা ক্ষমতায় আসবে?
মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাসদের মঞ্চ থেকে আমি আহ্বান জানাতে চাই, দেশ বাঁচাতে, মুক্তিযুদ্ধ বাঁচাতে হলে শেখ হাসিনা আদর্শের প্রতীক। তাকে আবারও ক্ষমতায় বসাতে হবে। মুক্তিযুদ্ধের স্বার্থে, অসাম্প্রদায়িক দেশের স্বার্থে এ কথা বলবো। মুক্তিযুদ্ধের স্বপক্ষের যারা যেখানে আছেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিজয়ের বন্দরে পৌঁছাবো ইনশাআল্লাহ।
সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এতে আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসিত বরণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রেজাউর রশিদ খান, জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, আনোয়ার হোসেন প্রমুখ।
আরবিসি/৩১ অক্টোবর/ রোজি