• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

রংপুরে প্রস্তুত বিএনপির মঞ্চ, রাতেই মাঠে জমায়েত

Reporter Name / ১৩৬ Time View
Update : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

আরবিসি ডেস্ক : রাত পোহালেই রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিভাগীয় এ গণসমাবেশ সফল করতে প্রস্তুত বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা। শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে রংপুর বিভাগে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হলেও নানা কৌশলে ছোট ছোট যানবাহনে করে দলে দলে বিএনপির নেতা-কর্মী রংপুরে এসে পৌঁছেছেন।

এদিকে গণসমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। লাগানো হয়েছে ১৩০টি মাইক। সমাবেশের মাঠ ছাড়াও রংপুর নগরজুড়ে সড়কের দুই পাশে সাঁটানো হয়েছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন। নগরীর প্রবেশ পথে তৈরি করা হয়েছে তোরণ। বিকেলের পর থেকেই বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ মাঠে আসেন। তাদের অনেকেই মাঠে অবস্থান করছেন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এ দিকে সকাল থেকেই মঞ্চ, মাঠ এবং মাঠের আশপাশে মাইক লাগাতে ব্যস্ত দেখা যায় মঞ্চ সজ্জা কমিটির লোকজনকে। মাইক সরবরাহকারী প্রতিষ্ঠান রাজ মাইক সার্ভিসের কর্মচারী ফারুক আহম্মেদ  বলেন, আমাদের ইতোমধ্যে ১২৬টি মাইক লাগানো শেষ হয়েছে। আরও চারটি মাইক লাগানো হবে। আজ সারাদিন আমাদের লোকজন নগরীর বিভিন্ন স্থানে মাইক লাগিয়েছেন।

বিএনপি নেতারা বলছেন, সমাবেশ মঞ্চসহ অন্যান্য কাজ শেষ হয়েছে। এখন গণজমায়েত নিশ্চিত করতে সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে রংপুর জেলা মটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট উপেক্ষা করে বিকল্প উপায়ে হেঁটে, ট্রেনে, অটোরিকশায় যে যেভাবে পারছেন সমাবেশের মাঠে এসে উপস্থিত হচ্ছেন। রাতেই পুরো মাঠ ভরে যাবে বলে মনে করছেন শীর্ষ নেতারা।

প্রস্তুতির বিষয়ে রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিভিন্ন বাধা, ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে দলীয় নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। অনেকেই বুধবার রাত থেকেই রংপুর শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। বৃহস্পতিবারও অনেকে এসেছেন। আশা করছি আজ রাতের মধ্যে কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিপূর্ণ হয়ে যাবে।

দলীয় সূত্রে জানা গেছে, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন স্থানে গুলিতে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার রংপুরে তাদের চতুর্থ বিভাগীয় গণসমাবেশ হবে।

আরবিসি/২৮ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category