স্টাফ রিপোর্টার : নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার রাজশাহীতে উদযাপিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন। মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিশুদের নিয়ে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি নানা আয়োজনে উদযাপন করে।
মঙ্গলবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে র্যালি শোভা যাত্রার মাধ্যমে নানা অনুষ্ঠান পালন করে। রাসিকের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।
এদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আ’লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকাল ১০টায় নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু প্রমুখ। নগরীর অলকার মোড়ে জেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচির মধ্যে দিবসটি উদযাপন করে। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুব আদরের সন্তান ছিলেন শেখ রাসেল। শেখ রাসেল ছিলেন দুরন্ত বালক। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রকে নির্মমভাবে হত্যা করা হয়। এদিকে রাজশাহীর বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের দিবসটি নানা আয়োজনে উদযাপন করা হয়।
আরবিসি/১৮ অক্টোবর/ রোজি