স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অবিক্রীত কাচ্চি বিরিয়ানি থেকে মাংস আলাদা করে পুনরায় বিক্রির জন্য সংরক্ষণ করায় তেহেরি ঘরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা করেন।
এছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে রফিক স্টোর নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসান-আল-মারুফ বলেন, মহানগরীর নিউমার্কেট ও গোরহাংগা এলাকায় মাংসের দোকান, মুদি দোকান, সবজির দোকান ও হোটেলে অভিযান পরিচালিত হয়। পরিচালনা করা হয়।
এসময় উপশহর নিউমার্কেট এলাকায় রফিক স্টোরকে বিভিন্ন ব্রান্ডের মেয়াদোত্তীর্ণ সাবান, রুহ আফজা ও কর্ন ফ্লাওয়ার ইত্যাদি বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গোরহাংগা এলাকায় তেহেরি ঘরকে অবিক্রীত কাচ্চি বিরিয়ানি থেকে মাংস আলাদা করে পুনরায় বিক্রির জন্য সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরবিসি/১৪ অক্টোবর/ রোজি