• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

মেয়র লিটনের সুস্থতা কামনায় রাজশাহীতে বিশেষ মোনাজাত

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গলার উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় মঙ্গলবার রাজশাহী মহানগরীর সকল মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর উদ্যোগে সকাল ১০টায় জামিআ দারুল উসওয়াহ মাদ্রাসা প্রাঙ্গণে উলামা কল্যাণ পরিষদের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি। দোয়া মাহফিলে উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদৎ হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি আব্দুস সবুর, অর্থ সম্পাদক মুফতি হুসাইন আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা গোলাম নুহু, দপ্তর সম্পাদক মাওলানা কামাল হোসেন, নির্বাহী সদস্য রওফুল ইসলাম রনি ছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্য ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে রাসিক মেয়র লিটনের সুস্থতা কামনায় বাদ যোহর মহানগরীর সাহেব বাজার বড় মসজিদ, শাহমখদুম দরগা মসজিদ, হেতমখাঁ বড় মসজিদ, নগর ভবন মসজিদ, রানী বাজার কেন্দ্রীয় মসজিদ, সোনাদিঘী মসজিদ, ভাটাপাড়া কেন্দ্রীয় মসজিদ, বিশ^বিদ্যালয় কেন্দ্রীয়, বোসপাড়া এসি মসজিদসহ নগরীর সকল মসজিদে এবং জামিয়া শাহমখদুম দরগা মাদ্রাসা, রওজাতুস সালেহীন হাতেমখাঁ গোরস্থান মসজিদ মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া হুসাইনাবাদ মাদ্রাসা, বাখরাবাজ কাটাখালি মাদ্রাসা, মদিনাতুল উলুম কালিম মাদ্রাসা, মারকাজ মসজিদ মাদ্রাসা, কাশফুল কুরআন মাদ্রাসা, দড়িখরবোনা হাফেজিয়া মাদ্রাসা, চন্ডিপুর কওমি মাদ্রাসা, আল্লামা মুহম্মদ মিয়া কাশেমী মাদ্রাসা, জামিয়া রহমানিয়া মাদ্রাসায় দোয়া ও মোনাজাত করা হয়।

১৮নং ওয়ার্ড কার্যালয়ে দোয়া : এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় গলার উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচার উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।

তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মঙ্গলবার বাদ মাগরিব ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মওলানা আব্দুল মজিদ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, মহানগর যুবলীগের সহসভাপতি মোখলেসুর রহমান মিলন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব গোলাম রাজিক, ১৮নং ওয়ার্ড উলামা কল্যান পরিষদের সভাপতি বেলাল হোসাইন, মওলানা মো. মফিজুল ইসলাম, হাফেজ সোহেল আহম্মেদসহ ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন।

১৯নং ওয়ার্ডে দোয়া মাহফিল : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনায় ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর ছোটবনগ্রামস্থ ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার পূর্বে পবিত্র কুরআন খতম ও দোয়া ইউনুস পাঠ করা হয়। এছাড়াও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার প্রদান করা হয়।
রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের আয়োজনে দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সভাপতি মোঃ হাসেন মন্ডল, সহ সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান, মোঃ বেলাল হোসেন, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, মেরাজ উদ্দিন, সেতাব উদফিন, ছাত্রলীগ নেতা রিসাতুর রহমান, বিপ্লব হোসেন, ওয়ার্ড সচিব মোঃ নুরুল ইসলাম ফয়সাল, সাংবাদিক এস এম শামসুজ্জোহা ইতি, সাব্বির, আব্দুল মাজিদ প্রমুখ।

রাজশাহী ধর্মসভায় প্রার্থনা : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের সুস্থতা কামনায় রাজশাহী ধর্মসভায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এই প্রার্থনা সভা পরিচালনা করেন রাজশাহী ধর্মসভার পুরোহিত সম্ভুনাথ শর্মা।

সভায় রাজশাহী ধর্মসভার সভাপতি ড. সুজিত সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. সরৎ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শংকর কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রঞ্জিত সাহা, সাংগঠনিক উজ্জল ঘোষ, পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সাধন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র ধর, মহিলা বিষয়ক সম্পাদিকা বরুন শিল, দীপিকা রায়, সুব্রা চ্যাটার্জী, কল্পনা রানী, শুক্লা সরকার, দেবী সরকার, আলো সাহা, ছন্দা দাস, গায়ত্রী দাস, সনাতন বিদ্যার্থী সংসদের সমন্বয়ক রনি সরকার, সোমা ভৌমিক, ময়না রানী, শিল্পী কর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরবিসি/১১ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category