• বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহীতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে মষুলধারে বৃষ্টি: হাঁটুপানি শহরের অনেক রাস্তা ১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো: সেনাপ্রধান রাজশাহীতে এআইআইবিকে বাস্তব জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য বিনিয়োগের দাবিতে সমাবেশ রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আরএমপি’র মতবিনিময় সভা রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী রবি গ্রেপ্তার রাজশাহীতে অ্যান্টিবায়োটিকের ড্রাগ ও প্রসাধনী আইন বিষয়ে ঔষধ ব্যবসায়িদের মতবিনিময় বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রাজশাহীর তামান্নার ভ্রমন রিমান্ড শেষে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত কারাগারে রাজশাহীতে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

নভেম্বরে দুটি দেশ সফর করবেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

আরবিসি ডেস্ক : আগামী নভেম্বরে দুটি দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য মিসরের শারম আল শেখ এবং দ্বিপক্ষীয় সফরে জাপান যাবেন তিনি। একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (৭ অক্টোবর) এ বিষয়ে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জলবায়ু শীর্ষ সম্মেলনে সবসময় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করে থাকেন। গত বছর গ্লাসগোতে ২৬তম সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন। এবারও আয়োজক দেশ মিসরে তিনি যাচ্ছেন।

আগামী ৬-৭ নভেম্বর মিসর সফরের সময়ে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে জানা গেছে।

এদিকে সবকিছু ঠিক থাকলে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৯ নভেম্বর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। জাপান হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার এবং এই সম্পর্ককে আমরা ‘স্ট্র্যাটেজিক’ স্তরে নেওয়ার বিষয়ে আলোচনা করছি।

এদিকে অক্টোবরে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ঢাকায় আসছেন। আগামী ১৪ অক্টোবর তিন দিনের সফরে তিনি ঢাকা আসবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি ঢাকা আসছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

আরবিসি/০৭ অক্টোবর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category