আরবিসি ডেস্ক : খুলনা নগরীর রূপসায় অবস্থিত ইউসেপ স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এলাকাবাসী জানায়, ইউসেপ স্কুলটিতে রাত পৌনে ১২টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে তা স্কুলটির চারটি কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের তিনটি ও বয়রা স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর শুনে রাত ১২ টার দিকে ঘটনাস্থলে আসি। আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। তাই টুটপাড়া ও বয়রা থেকে ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরবিসি/০৩ অক্টোবর/ রোজি