স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কর্মসংস্থান ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে রাজশাহীর পোস্টাল একাডেমীতে অনুষ্ঠিত এ পর্যালোচনাসভায় বিভাগের ৭ টি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপকসহ মোট ৬২ শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পরিচালন) মেহের সুলতানা এবং মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মাহমুদা ইয়াসমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উপমহাব্যবস্থাপক আকতার হোসেন প্রধান।
সভায় রাজশাহী বিভাগীয় কার্যাায়ের আওতাধীন সকল শাখার সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থ বছরের বঙ্গবন্ধু যুব ঋণ বিতরণ ও আদায়সহ বিভিন্ন সূচকের অর্জনের উপর পর্যালোচনা এবং চলতি ২০২২-২০২৩ অর্থবছরের কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে বেকার যুব ও যুব মহিলাদের ঋণ বিতরণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের আত্মনিয়োগের তাগিদ দেন।
আরবিসি/২২ সেপ্টেম্বর/ রোজি