• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

রাজশাহীর জনপ্রতিনিধিদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের মতবিনিময়

Reporter Name / ৩৬৯ Time View
Update : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর ও দুর্গাপুর উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান আসাদ।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, বাধাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি মিয়া, চড় আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসরাফুল ইসলাম, গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিদুল গনি, মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, দেলুবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, জাকিরুল ইসলাম সান্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহ্ফুজুল আলম লোটন, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. চিন্ময় কান্তি দাস, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য আশরাফ উদ্দিন খান, আলিমুল হাসান সজল, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজি আল হাসান মুঞ্জিল, বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন, মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, পাকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুন নবী চৌধুরী, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দীন বাবু, চাঁন্দুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ^াস, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, কিসমতগনকৌড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ, পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

আরবিসি/২১ সেপ্টেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category