• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫৬ Time View
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন সিটি সেন্টার মার্কেটের দোকান হস্তান্তরিত অংশের স্পেস/দোকান বরাদ্দের জন্য সংরক্ষিত মূল্য অনুমোদন বিষয়ে আলোচনা, হড়গ্রাম মার্কেটের ৩য় তলায় উদ্দোগী সংস্থার ৪১টি দোকান বরাদ্দের বিষয়ে আলোচনা গৃহীত হয়।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, উপসচিব ভারপ্রাপ্ত তৈমুর হোসেন, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, ট্যাক্সেশন কর্মকর্তা বাজার মোঃ আব্দুল কায়উম, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা ওয়ালিদ হাসান রানা, বাজেট তথ্য কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।

আরবিসি/১৭ সেপ্টেম্বর/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category