স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৩১ আগস্ট) রাজশাহী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-এর উদ্যোগে রাজশাহী মহানগরীর উপশহর দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় এই দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাদ্রাসার কোমলমতি ছাত্রদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য জায়নামাজ কার্পেট, ফ্যান, টুপিসহ প্রযোজনীয় সামগ্রীও প্রদান হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. হারুন অর রশিদ, প্রকৌশলী আসিফ আল আমিন (সাফি), প্রকৌশলী অধ্যাপক ড. মো. আলী হোসেন, প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ, প্রকৌশলী মো. নাঈম রহমান নিবিড়, প্রকৌশলী মো. নাসির উদ্দিন শাহ, প্রকৌশলী মো. মাহাবুর রহমান, প্রকৌশলী সামিউল ইসলাম রবিন, প্রকৌশলী মো. নোমান পারভেজ, প্রকৌশলী মো. মাহমুদুল হাসান (রনি), প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান (সুইট), প্রকৌশলী মো. মামুনুর রশীদ, প্রকৌশলী মো. আবু সায়েম, প্রকৌশলী তাপস কুমার সরকার, প্রকৌশলী শাহানুর আলম, প্রকৌশলী মো. আবু সুফিয়ান, প্রকৌশলী আবু সাঈদ, প্রকৌশলী মো. সাদেকুর রহমান, প্রকৌশলী মো. মাহাবুব সালাম সেতু, প্রকৌশলী মো. মামুনুর আর রশিদ, প্রকৌশলী জামিল আক্তার, প্রকৌশলী সুব্রত কুমার ঘোষ (জনি), প্রকৌশলী তৌসিফ আহমেদ, প্রকৌশলী মোহা. ইসফাক ইয়াসশির ইপু, প্রকৌশলী মো. সারওয়ার হোসেন, প্রকৌশলী সৌমিক সরকার, প্রকৌশলী বনি আহসান, প্রকৌশলী মিঠুন চক্রবর্ত্তী, প্রকৌশলী ফিরোজ মাহমুদ, প্রকৌশলী এস এম মেহেদী হাসান, প্রকৌশলী মো. রাকিব হোসেন, প্রকৌশলী মো. রবিউল ইসলাম, প্রকৌশলী মো. আজমাইন ইয়াক্বীন সৃজন, প্রকৌশলী নাদিম মাহমুদ রাজ, প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, প্রকৌশলী আবু ইসমাইল সিদ্দিকী সাইফ, প্রকৌশলী বখতিয়ার আহমেদ ফাহিম, প্রকৌশলী মো. মাসুম বাবু, প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকৌশলী জুলফিকার ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল্লাহিল আহাদ, প্রকৌশলী মো. আদনান আদিব প্রমুখ।
আরবিসি/৩১ আগস্ট/ রোজি