স্টাফ রিপোর্টার : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গত সোমবার দিবসটি উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদ এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ৯ টায় আইইবি ভবন চত্ত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং সকাল সোয়া ৯ টায় শোক র্যালি বের করা হয়। র্যালীটি সাহেব বাজার জিরোপয়েন্ট হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (মহানগর আওয়ামীলীগ অফিস কুমারপাড়া) গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থতি ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাসার, ভাইস চেয়ারম্যান (একাডেমিক) অধ্যাপক ড. প্রকৌশলী আব্দুল আলীম, সম্মানী সম্পাদক প্রকৌশলী নিজামুল হক সরকারসহ কেন্দ্রের শতাধিক প্রকৌশলীগণ।
আরবিসি/১৭ আগস্ট/ রোজি