রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পরেছেন রাবির একজনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভর্তির কাজে নিয়োজিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়জিদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এখলাছুর রহমান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিন। তারা যথাক্রমে ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে রোল ১৭২২৮ এর পরীক্ষার্থী লিমন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে রোল ৬২৮২৮ এর পরীক্ষার্থী মোসা. ইশরাত জাহান ও সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে রোল ৩৯৫৩৪ এর পরীক্ষার্থী তানভির আহমেদের হয়ে পরীক্ষা দিচ্ছিলো।
খোঁজ নিয়ে জানা যায়, এখলাছুর রহমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে, বায়জিদের বাসা টাঙ্গাইলের মধুপুরে এবং জান্নাতুল মেহজাবিনের বাসা পঞ্চগড়ে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালে সন্দেহ হওয়ায় তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনজনেরই সম্পৃক্ততা মিলেছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজনকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আরবিসি/২৬ জুলাই/ রোজি