আরবিসি ডেস্ক : বগুড়ার আদমদীঘির সান্তাহারে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত যাত্রী বহনে একটি বগির এক্সেল গার্ড ভেঙে পড়েছে। ফলে দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত থাকে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এতেকরে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম।
জানা যায়, ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে ঘরমুখো মানুষ। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ৭টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৩নং প্লাটফর্মে এসে দাঁড়ালে যাত্রী ওঠানামা করে। এরপর স্টেশনের টিএক্সআর শাখার লোকজন চেক করার সময় একটি বগির এক্সেল গার্ড ভাঙা দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে এবং ওই ট্রেন চলাচল বন্ধ রাখে। কিছুক্ষণ পর
টিএক্সআর শাখার একটি টিম ঘটনাস্থলে এসে দুই ঘন্টার প্রচেষ্টায় সচল হয় এক্সেল গার্ড। পরে রাত ৯ টা ৩৮ মিনিটে পুনোরায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় ট্রেনটি।
এ সময় সহযোগিতা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর-এ নবী, হেড টিএক্সআর সোহেল রানা।
আরবিসি/১৬ জুলাই/ রোজি