স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠিত ‘শিশু সুরক্ষা বিষয়ক এক সংলাপে বক্তারা শিশু সুরক্ষায় সরকারি- বেসরকারি সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার আহবান জানানো হয়েছে। শনিবার বেলা ১১টায় রাজশাহীর একটি অভিজাত হোটেলের হল রুমে আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ড এর সহযোগিতায় উন্নয়ন সংগঠন গণমাধ্যম ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের অংশগ্রহণে শিশু সুরক্ষা সংলাপের আয়োজন করে।
এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় সংলাপে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু, দৈনিক সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বাসস সিনিয়র রিপোর্টার ড. আইনুল হক ও বাংলাদেশ প্রতিদিন স্টাফ রিপোর্টার কাজী শাহেদ।
সংলাপে বাংলা নিউজ টুয়েন্টি ফোর এর সিনিয়র রিপোর্টার শরিফ সুমন, জনকন্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, সোনালী সংবাদ সিনিয়র রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, যমুনা টেলিভিশনের মওদুদ রানা, শিরোইল মসজিদের ইমাম মইনুল ইসলাম, নারী কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, আয়েশা খাতুন, শিশু প্রতিনিধি জান্নাতি আক্তার ফাল্গুনি সংলাপে মুল বিষয়ের উপর মতামত প্রদান কেেরন।
তারা বলেন, প্রত্যেক শিশুই এক সম্ভাবনা নিয়ে জন্মায়, প্রতিটি শিশুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। সবকিছুতেই শিশুরা অগ্রাধিকার পাবে, কারণ জ্ঞান ও চিন্তা বিনিময়ের ক্ষেত্রে তাদের অনন্য এক সততা এবং আগ্রহ আছে যা ভবিষ্যতে বিশ্বব্যাপী একটি অর্থপূর্ণ আস্থার ক্ষেত্র গড়ে তুলতে ও দীর্ঘস্থায়ী পরিবর্তন সাধন করতে সম্ভবপর হবে। শিশু সুরক্ষায় পরিকল্পিত কার্যক্রম গ্রহণের আহবান জানান।
আরবিসি/০২ জুলাই/ রোজি