• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

করোনা আবারও বাড়ছে, মাস্ক পরুন-টিকা নিন: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

আরবিসি ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আবারও বাড়ছে, কিছুদিন আগেও যেখানে ২০ জন সংক্রমিত হতো সেখানে এখন ৪০০ জনের বেশি সংক্রমিত হচ্ছে। রোগী শনাক্ত হলে মৃত্যু বাড়বে।
অনেকে মাস্ক পরেন না, সবসময় মাস্ক পড়ুন, টিকা নিন।

রোববার (১৯ জুন) রাজধানীর একটি হোটেলে এসটিএইচ সামিট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের আইসিইউ চালু রয়েছে, অক্সিজেন সেবা চালু রয়েছে, ফিল্ড হাসপাতাল চালু রয়েছে। করোনা সংক্রমণ বাড়লেও সেটা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে।

করোনা সংক্রমণ বাড়লেও এটা কোনো নতুন ভ্যারিয়েন্ট নয়, ওমিক্রনের একটা শাখা ভ্যারিয়েন্ট বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ২০০টি মেডিক্যাল টিম পাঠানো হচ্ছে। দেশের অন্য অঞ্চলেও বন্যার আশঙ্কা রয়েছে সেজন্য আরও চার হাজার মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

বন্যাপ্লাবিত অঞ্চলে ভাসমান হাসপাতাল চালু করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভাসমান হাসপাতাল চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। জরুরি সেবা চালুর জন্যে হেলিকপ্টারও মন্ত্রণালয়ের পক্ষে থেকে সরকারের কাছে চাওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ’র মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আজিজ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন হাওলাদার।

আরবিসি/১৯ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category