আরবিসি ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনার চেয়ে জলবায়ু পরিবর্তনই বড় হুমকি বলে মনে করছে দ্বীপরাষ্ট্র ফিজি। এশিয়ান নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে একথা বলেছে দেশটি। খবর বিবিসি’র।
ফিজির প্রতিরক্ষামন্ত্রী ইনিয়া সেরুইরাতু বলেন, অস্ত্র বা যুদ্ধবিমান প্রাথমিকভাবে আমাদের নিরাপত্তা উদ্বেগ নয়। আমাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন।
শাংগ্রি-লা সংলাপে এশিয়ান নিরাপত্তা বিষয়ক ফোরামের উদ্দেশে ফিজির প্রতিরক্ষামন্ত্রী বলেন, মানবসৃষ্ট বিধ্বংসী জলবায়ু পরিবর্তন আমাদের সমৃদ্ধির আশা ও স্বপ্নের প্রতি হুমকি।
সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশে ফিজির প্রতিরক্ষামন্ত্রী ইনিয়া সেরুইরাতু বলেন, সমুদ্রের ঢেউ এখন আমাদের দুয়ারে আছড়ে পড়ছে, ঝড়ে আমাদের বাড়িঘর বিধ্বস্ত হচ্ছে, নান দিক থেকে আমরা এ শত্রুর (জলবায়ু পরিবর্তন) আক্রমণের শিকার হচ্ছি।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি ও অন্যান্য প্যাসিফিক দেশগুলো বরাবরই সাইক্লোনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের কারণে ফিজিতে সৃষ্ট বন্যা সাম্প্রতিক বছরগুলোতে দেশটির হাজারো মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং ডেকে এনেছে অর্থনৈতিক বিপর্যয়।
আরবিসি/১৩ জুন/ রোজি