আরবিসি ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে বাড়ইকরন খাল থেকে পঙ্কজ শীল (৩২) নামের এক যুবকের এর হাত-পা বাধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই যুবক পেশায় ছিলেন নরসুন্দর। রবিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন এলাকায় নিহত পঙ্কজের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
এরপর স্থানীয়দের কাছে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থল পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, নিহত পঙ্কজ শীল ঝালকাঠি শহরের রোনলস রোডে স্বপ্নঘুড়ি নামে একটি এসি সেলুনে ভাগে ব্যবসা করতো। প্রাথমিকভাবে পুলিশ এটিকে পরিকল্পিত ভাবে হত্যাকান্ড বলে ধারণা করছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরবিসি/১৩ জুন/ রোজি