আরবিসি ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর থেকে অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে বন্দরের নবীগঞ্জ গার্লস স্কুলের পেছনে জনৈক শাহিন ও নাসির মিয়ার পরিত্যক্ত জায়গা থেকে ওই মাথার খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বন্দর ফাঁড়ি পুলিশ ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা জনৈক শাহিন ও নাসির মিয়ার পরিত্যক্ত জায়গায় অজ্ঞাত মানুষের মাথার খুলি দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পরে বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর মাথার খুলিটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সেইসাথে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
আরবিসি/১২ জুন/ রোজি