আরবিসি ডেস্ক : কালোবাজারি বন্ধে রেলের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গতকাল শনিবার পঞ্চগড়ে আন্ত নগর ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘সব টিকিট ঘরে বসেই কিনতে পারবেন যাত্রীরা। এনআইডি দিয়ে টিকিট কিনতে হবে।
টিকিট যাঁর নামে তিনিই কেবল ভ্রমণ করতে পারবেন। এতে কালোবাজারি এমনিতেই বন্ধ হয়ে যাবে। ’
ন্ত্রী আরো বলেন, একটি ভারসাম্যমূলক যোগাযোগব্যবস্থা তৈরিতে কাজ করে যাচ্ছে সরকার। চলতি বাজেটেও ১৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ রেলপথগুলোকে ডাবল লাইনে উন্নীত করার কাজ চলছে। টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত ডাবল লাইনকে চার লাইনে উন্নীত করার কাজ চলছে।
তিনি জানান, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে নিউ জলপাইগুঁড়ি স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরবিসি/১২ জুন/ রোজি