• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

দূর্গাপুরে অবৈধ পুকুর খননের হিড়িক, ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসন

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ১২ জুন, ২০২২

শাহীন আলম, দূর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দূর্গাপুর উপজেলায় ২নং কিশমত গণকৈড় ইউনিয়নের রাতুগ্রাম, সুজানগর বড় বিলে সরকারি নির্দেশ অমান্য করেই চলছে পুকুর খনন। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তিন ফসলি জমিতে চলছে অবৈধভাবে পুকুর খননের হিড়িক।

উপজেলার কিশমত গণকৈড় ইউনিয়নের রাতুগ্রাম সুজানগর বড় বিলে প্রায় ৭০ বিঘা ফসলি কৃষি জমি নষ্ট করে একই সাথে চলছে দুইটি পুকুর খনন। এসব অবৈধ পুকুর খনন করছেন স্থানীয় প্রভাবশালী মাহাবুর ও রবিউল ইসলাম। এসব পুকুর খননে তাদের সহযোগিতা করছেন ক্ষমতাশালী দলের কিছু অর্থলোভী কথিত দালাল শ্রেণীর নেতাকর্মী। এসব অবৈধ পুকুর খননের মাটি বিক্রি করছেন বিভিন্ন ইটভাটাতে। আর অবৈধ পুকুর খননের মাটি বিক্রি করাতে নষ্ট হচ্ছে সরকারি রাস্তা। দিন-রাত ২৪ ঘন্টায় অবাধে চলছে পুকুর খননের কাজ।

এই উপজেলা কৃষি নির্ভরশীল হওয়ায় এসব অবৈধ পুকুর খননের জন্য বিপাকে পড়ছেন এলাকার সাধারণ কৃষক ও খেটে খাওয়া দিনমজুরা। এসব পুকুর খননে বিভিন্ন রাস্তা ঘাট ব্যবহার করার কারণে এ সকল রাস্তাঘাটগুলো বর্তমানে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়াও এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি ,খাদ্য সংকটের হুমকি ও পরিবেশ বিপর্যয়ের নানা রকম সমস্যা দেখা দিয়েছে।

জানা যায় যে, গত শানিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার দুইদিন পর থেকেই আবার শুরু হয়েছে পুকুর খননের কাজ। গত ৬ জুন সোমবার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে আবারও ওই স্থানে নতুন করে ৩৫ বিঘা ফসলি কৃষি জমিতে পুকুর খনন শুরু করেছে পুকুর খননকারীরা। স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করছেন।

উপজেলার বেশ কয়েকটি অবৈধ পুকুর খননে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল এবং জরিমানা করেছে। এসব পুকুর খননের বিষয়ে বেশ কয়েক দিন ধরে সাংবাদিকসহ অনেকেই জানিয়েছেন কোন এক অজানা কারণে কিশমত গণকৈড় ইউনিয়নের রাতুগ্রাম সুজানগর বড় বিলে দুইটি অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না দুর্গাপুর উপজেলা প্রশাসন।

দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ জানান, অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমি ব্যবস্থা গ্রহণ করব।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা জানান, দ্রুত এই পুকুর খনন এবং খননকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী

বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা জানান, দ্রুত এসব পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসব অবৈধ পুকুর খননের বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্‌ এনডিসি বলেন, আমি দ্রুত এসব পুকুর খননের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিচ্ছি উপজেলা প্রশাসনকে।

আরবিসি/১২ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category