আরবিসি ডেস্ক : চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় বোন জামাইয়ের ছুরিকাঘাতে মোহাম্মাদ মামুন (২০) নামে এক শ্যালক নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৯টার দিকে আকমল আলী রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন ইপিজেড এলাকার মতন মেম্বারের বাড়ির মো. জামালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে পুলিশের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, দু’পক্ষের মধ্যে ঝগড়া হলে মো. মামুনের জেঠাতো (চাচাতো) বোনের জামাই তাকে ছুরিকাঘাত করেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আরবিসি/১২ জুন/ রোজি