• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

ওমর সানীকে গুলির হুমকি জায়েদ খানের

Reporter Name / ৪৩০ Time View
Update : রবিবার, ১২ জুন, ২০২২

আরবিসি ডেস্ক : অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জায়েদ খানের এমন আচরণে বিস্মিত ও হতবাক ওই সময় বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী। তবে জায়েদ খান এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন চলচ্চিত্রশিল্পী জানান, ‘যত দূর জানতে পেরেছি, মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছেন। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানী ভীষণ বিরক্ত ছিলেন। এরই জের ধরে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। জায়েদ খান তখন কোমর থেকে পিস্তল বের করে ওমন সানীকে বলেন, গুলি করে দেব। এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানী। ওমর সানী বের হওয়ার আধা ঘণ্টা পর জায়েদ খানও বের হয়ে যান।

আরবিসি/১২ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category