• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন বখাটের জেল

Reporter Name / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে উঠিয়ে নেওয়ার চেষ্টাকালে তিন বখাটেকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের অদুরে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

আটক বখাটেরা হলেন, উপজেলার বড়পই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আকাশ হোসেন (১৯), কয়াপাড়া গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে রনি (১৯) ও একই এলাকার নুরুজ্জামানের ছেলে সোহান বাবু (২০)। এদের মধ্যে রনি ও সোহান বাবু সাতবাড়িয়া বিএম কলেজের শিক্ষার্থী এবং আকাশ হোসেন ভবঘুরে।

মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জানান, বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কমিউনিটি ক্লিনিকের মোড়ে পৌঁছালে তিন বখাটে দশম শ্রেণীর এক শিক্ষার্খীকে ধরে সিএনজি চালিত অটোরিকশায় উঠানোর চেষ্টা করে।

এসময় ছাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে তাদের বিদ্যালয় শিক্ষকদের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
তিনি আরও বলেন, বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিককে অবহিত করা হয়। পরে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, জিজ্ঞাসাবাদে আটক যুবকরা দোষ স্বীকার করায় আকাশ হোসেনকে ২০ দিন, রনি ও সোহান বাবুকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁদের মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরবিসি/০৭ জুন/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category