স্টাফ রিপোর্টার : জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা হয়েছে। মামলাটির বাদী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। তিনি মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই প্রকৌশলী ৫০ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকার সম্পদের উৎসের সন্ধান দিতে পারেননি। তাছাড়া ৩৬ লাখ ১২ হাজার ৬৭৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে আসে। ফলে অবৈধ সম্পদ অর্জন ও অবৈধ সম্পদের তথ্য গোপনের অভিযোগে সোমবার তার বিরুদ্ধে জেলা কার্যালয়ে মামলা হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মামলার নথিপত্র রাজশাহীর মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
এই অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেন সহকারী পরিচালক আমির হোসাইন। তিনি বলেন, দুদকের নোটিশের প্রেক্ষিতে পরিমল কুমার কুরি তার সম্পদ বিবরণী দাখিল করেন। পরে দুদকের অনুসন্ধানে এই প্রকৌশলীর অবৈধ সম্পদ অর্জন ও অবৈধ সম্পদের তথ্য গোপনের বিষয়টি ধরা পড়ে। পরে তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়।
এ ছাড়া পরিমল কুমার কুরির স্ত্রী সোমা সাহার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও অবৈধ সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এ নিয়ে আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই দুদক কর্মকর্তা।
এদিকে, অভিযোগ বিষয়ে জানতে কয়েক দফা চেষ্টা করেও অভিযুক্ত পরিমল কুমার কুরির মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।
আরবিসি/০৭ জুন/ রোজি