• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

ছুটির দিনে জমজমাট পর্যটন মেলা

Reporter Name / ৯৪ Time View
Update : শুক্রবার, ৩ জুন, ২০২২

আরবিসি ডেস্ক : করোনাভাইরাসের ধাক্কা সামলে দুই বছর পর গতকাল থেকে শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’। বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে ৪ জুন (শনিবার)।

এবারের মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাও রয়েছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভ্রমণপ্রেমী, পর্যটকদের আনাগোনা, দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টল, বিভিন্ন অফার, নানা সব ডিসকাউন্ট সব মিলিয়ে দ্বিতীয় দিনে এসে জমে উঠেছে ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’।

তিন দিনব্যাপী পর্যটন মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রবেশ করা যাবে। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা। প্রবেশ কুপনের ওপর সমাপনী দিনে একটি র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে মালদ্বীপ, সিঙ্গাপুর, দিল্লি, কলকাতা, কক্সবাজার এবং সিলেটের জন্য রিটার্ন টিকিটসহ আকর্ষণীয় অন্যান্য পুরস্কার।

 

প্রতিটি স্টলে স্টলে রয়েছে পর্যটক ভ্রমণ পিপাসুদের জন্য নানান অফার। এর মধ্যে ভ্রমণ পিপাসুদের জন্য মাত্র ৯ হাজার টাকায় ল্যান্ড প্যাকেজ ঘোষণা করেছে অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) ট্রিপলাভার। মালদ্বীপের যাত্রীরা ৯ হাজার টাকায় মালদ্বীপের হোটেলে ৩ দিন ২ রাত থাকতে পারবেন। পাবেন ফ্রি ব্রেকফাস্ট সুবিধা। আর দুবাইয়ে ৪ দিন ৩ রাত থাকার প্যাকেজ মাত্র ১৫ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড ও আমিরাতের শারজাহ রুটে ২০ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’ উপলক্ষে এ ছাড় ঘোষণা করে বিমান।

একইভাবে এবারের মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি বেশিরভাগগুলো প্রতিষ্ঠানই এমন অফার দিচ্ছে। যে কারণে মেলার দ্বিতীয় দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জমে উঠেছে মেলা প্রাঙ্গণ।

সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইরফান এবং তৃপ্তি দম্পতি মেলায় এসেছেন ধানমন্ডি এলাকা থেকে। মেলা প্রাঙ্গণে স্টলে স্টলে ঘুরার সময় কথা হয় এ দম্পতির সঙ্গে। ইরফান আহমেদ বলেন, আমরা দুজনই ঘুরতে ভালোবাসি। ঢাকায় এমন পর্যটন মেলা হচ্ছে জেনে আমরা ঘুরতে এসেছি। বিভিন্ন স্টলে ঘুরে তাদের অফার সম্পর্কে জানছি। আমরা যারা ভ্রমণ করতে ভালোবাসি তাদের জন্য এমন মেলা খুবই প্রত্যাশার, এখানে এক ছাতার নিচে সব প্রতিষ্ঠানের অফার, ডিসকাউন্ট সেবাসহ পর্যটন বিষয়ে নানান তথ্য জানা যায়।

কথা হয় মেলার প্রবেশের টিকিট বিক্রেতা হাবিবুর রহমানের সঙ্গে। তিনি জানান, আজ মেলায় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। বিশেষ করে বিকেল থেকে মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়েছে।

ঢাকা ট্রাভেল মার্ট ২০২২-এর টাইটেল স্পন্সর ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

আরবিসি/০৩ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category