স্টাফ রিপোর্টার : শহীদ জামিল আকতার রতনের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে রাজশাহীর ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ।
স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ জামিল আকতার রতন ছিলেন গণতন্ত্রমনা ও অসাম্প্রদায়িক মানুষ। এসময় জামাত-শিবিরের রাজনীতি যথাসম্ভব দ্রুততার সাথে নিষিদ্ধ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, এখনই জামাত-শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতা বাস্তবায়িত না হলে সুখী-সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। সভা থেকে যুদ্ধাপরাধী জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর ও নির্বাচনে জামাতের দলীয় প্রতীক বাতিল করার জন্য প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এর আগে সকালে শহীদ জামিল আকতার রতনের সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
আরবিসি/৩১ মে/ রোজি