আরবিসি ডেস্ক : যেসব দেশে এখনো মাংকিপক্স শনাক্ত হয়নি সেসব দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, আফ্রিকার বাইরে ১৬টি দেশে এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এসব দেশের রোগীর সংখ্যা এক শর বেশি।
সোমবার সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ বলেন, বর্তমান যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করা সম্ভব। মানুষ থেকে মানুষে যাতে এই ভাইরাস না ছড়ায়, এটা আমরা চাই। যেসব দেশে এই ভাইরাস এখনো ছড়ায়নি সেসব দেশে আমরা এমন পদক্ষেপ নিতে পারি।
আরবিসি/২৪ মে/ রোজি