• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

ভোলাহাটে ঝড়ে লন্ডভণ্ড ঘরবাড়ি-দোকানপাট

Reporter Name / ৯২ Time View
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভোলাহাটে ঘুর্নিঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে ২৫টি বাড়ীসহ দোকান। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঘুর্নিঝড়ের তান্ডবে উপজেলার গোহালবাড়ী গ্রামে ২৫টি বাড়ীসহ দোকান লন্ডভন্ড করে দিয়েছে। প্রাথমিক ধারনা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

গোহালবাড়ী কালিতলা বাজারের দোকান্দার রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুণের মত গরম হয়ে ঘুর্নিঝড় বাজারের উপর দিয়ে ঘুরপাক করে আমার দোকানসহ অন্যান্য দোকান ও বাড়ীর টিন উড়িয়ে দেয়। ইটের প্রাচীর ভেঙ্গে যায়।

অপর এক দোকান্দার নুর ইসলাম জানান, ঘুর্নিঝড় এসে আমার দোকানের টিন উড়িয়ে দেয়। এমন প্রায় ২০টি দোকানসহ বাড়ীর টিন উড়ে গেছে। অনেক টাকার ক্ষায়ক্ষতি হয়েছে বলে আহাজারি করেন।

এ ঘটনার পর শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার ঘটনা স্থল পরিদর্শন করেন।
চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ বলেন, ঘুর্নিঝড়ে গোহালবাড়ী ও বীরশ^রপুর গ্রামের মোট প্রায় ২৫টি বাড়ী ও দোকানের টিন উড়ে গেছে। প্রাথমিক ভাবে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার বলেন, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গোহালবাড়ীতে ঘুর্নিঝড়ে বাড়ী ও দোকানের ক্ষতি হয়েছে।

এছাড়া জামবাড়ীয়া ইউনিয়নে একটি দোকান আগুনে পুড়ে গেছে সেখানে পরিদর্শনে গিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, চেয়ারম্যানরা ক্ষয়ক্ষতির তালিকা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবিসি/২০ মে/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category