স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে স্বাসী স্ত্রীসহ চার মাদক কারবারী আটক হয়েছে। বুধবার সন্ধ্যায় চৌলাইমদ, হেরোইন ও ইয়াবাসহ তাদের আটক করে তানোর থানা পুলিশ।
আটকরা হলো, তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামের হক সাহেবের পুত্র বিপ্লব ফকির (৩৫) ও তার স্ত্রী জেসমিন বেগম (৩৫)। তাদের নিকট ২৪ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবা পাওয়া গেছে বলে দাবী করেছে পুলিশ। গোল্লাপাড়া গ্রামের হুজুর আলীর পুত্র আবদুল মান্নান (৩৮) গ্রেপ্তার করা হয়।
বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ ঠাকুর পুকুর গ্রামে অভিযান চালিয়ে তাদেকে গ্রেপ্তার করে।
অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই আকতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বিল্লী গ্রামে অভিযান চালিয়ে বিল্লী আদিবাসী পাড়ার সাহেব হেমরমের স্ত্রী তালিকা ভুক্ত মাদক কারবারী রিতা সরেনকে (৪০) ১২ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আটকরা রাজশাহী ও তানোর থানার তালিকা ভুক্ত মাদক কারবারী।
এ ঘটনায় তানোর থানায় পৃথক মাদক মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরবিসি/১৯ মে/ রোজি